আধুনিক বিশ্বে চাকরি,ব্যবসা বা একজন ফ্রীল্যান্সার হিসাবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এখন আকাশচুম্বী।কারন দেশে ৩ কোটি আর সারা পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে এবং তারা ডিজিটাল মার্কেটিং-এর আওতাভুক্ত,তাই এই বিশাল কর্মযজ্ঞে নিজেকে প্রতিষ্ঠিত করা যেমন সহজ তেমনই সম্ভাবনাময়।
আর এই লক্ষ্যেই “D&D” নিরলস কাজ করে যাচ্ছে, যাতে আপনি মানসম্মত কোর্স করে নিজেকে একজন প্রতিষ্ঠিত ডিজিটাল মার্কেটার হিসাবে গড়ে তুলে স্বপ্নের ক্যারিয়ার ছুঁতে পারেন। কারন “D&D” বিশ্বাস করে কাজের বিশ্বমানের দক্ষতাই দেশকে বেকারত্তের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে।